copy righted by irabotee.com,louise-elisabeth-gluck

ফুল, অশ্রু, প্রেম-৩১ নারীর কবিতা (পর্ব-২৩) । মুম রহমান

Reading Time: 2 minutes

এলিস ওয়াকার[Alice Walker]

Alice Walker,irabotee.com
এলিস ম্যালসেনিয়র ওয়াকার [Alice Walker] (১৯৪৪-) একই সঙ্গে কবি, গল্পকার, উপন্যাসিক এবং মানবতাকর্মী। তার বিখ্যাত উপন্যাস ‘দ্য কালার পার্পল’ হলিউডের সেরা পরিচালক স্টিভেন স্পিলবার্গ পরিচালনা করেছেন। আমার বিবেচনায় এটি স্পিলবার্গে অন্যতম সেরা একটি চলচ্চিত্র। এলিস ওয়াকার তিনি এই বইয়ের জন্যে ন্যাশনাল বুক এওয়ার্ড এবং পুলিৎজার পুরস্কারও পেয়েছেন। কৃষাঙ্গ এই কবি বর্ণবাদের বিরুদ্ধে আর মানুষের স্বাধীনর পক্ষে কলম ধরেছেন। কথা সাহিত্যের পাশাপাশি কবি হিসাবে এলি ওয়াকার আধুনিক মার্কিন সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি।


এই রঙ্গমঞ্চ ছাড়বার আগে

এই রঙ্গমঞ্চ ছেড়ে যাবার আগে
আমি গাইবো একমাত্র গান
সত্যিই যা গাওয়ার কথা ছিলো আমার।

এটা সেই গান
যা আমার আমি’র।
হ্যাঁ : আমিই আমাকে
আর
তোমাকে।
আমরা হলাম।

আমি আমাদের ভালোবাসি প্রতি বিন্দু
রক্তে আমাদের
আমাদের প্রতিটি কোষের অণুকণা
আমাদের তরঙ্গায়িত পরমাণু
-আমাদের অস্তিত্ত্বের মুক্ত পতাকা তলে
এখানেও নয় ওখানেও নয়।

 

 

নির্যাতন

যখন ওরা তোমার মাকে নির্যাতন করে
একটা গাছ রোপন করো
যখন ওরা তোমার বাবাকে নির্যাতন করে
একটা গাছ রোপন করো
যখন ওরা তোমার ভাইকে নির্যাতন করে
আর বোনকে নির্যাতন করে
একটা গাছ রোপন করো
যখন ওরা গুপ্তঘাতক দিয়ে হত্যা করে
তোমার নেতাদের
তোমার প্রেমিকদের
একটা গাছ রোপন করো
যখন ওরা তোমাকে নির্যাতন করে
এমন বিশ্রীভাবে
যে তুমি কথা বলতেও পারছো না
একটা গাছ রোপন করো
যখন ওরা নির্যাতন শুরু করে
গাছের উপর
এবং বনজঙ্গল কাটতে থাকে
যা তারা বানিয়ে ছিলো
আরেকটা তৈরি করো।

 


আরো পড়ুন: ফুল, অশ্রু, প্রেম-৩১ নারীর কবিতা (পর্ব-২২)


ভাঙা জিনিসগুলো আমি রেখে দেবো

আমি রেখে দেবো
ভাঙা
জিনিসগুলো:
বিরাট মাটির
পাত্রখানি
সাথে উত্থিত
ইগুয়ানারা
খোদাই করা
তাদের লেজ;
দুইজন
তাদের মধ্যে
প্রবীন যেন
মাথাগুলো
মুড়িয়ে
ফেলা

আমি রেখে দেবো
ভাঙা
জিনিসগুলো:
পুরনো
দাস
বাজারের
ঝুঁড়ি
কেনা হয়েছিলো
আমার
দরজার জন্য

মিসিসিপির তীরে তৈরি
এক খাঁজকাটা
ছিদ্রময়
গর্তঅলা
তার শক্ত
গভীর
ওক কাঠের
পার্শ্বে।

আমি রেখে দেবো
ভাঙা
জিনিসগুলো:
স্মৃতিগুলো
সেই
সব
দীর্ঘ
সুস্বাদু
রাত্রিরে
সাঁতার
কাটা
তোমার
সাথে

আমি রেখে দেবো
ভাঙা
জিনিসগুলো:
আমার বাড়িতে
রয়েছে
অবশিষ্ট
একটি

সম্মানীয়
তাক
যেখানে
আমি রেখে
দেবো
ভাঙা জিনিসগুলো।

তাদের সৌন্দর্য
হলো এই
তাদেরকে
প্রয়োজন
নেই
কখনোই
‘ঠিক’ করার।

আমি রেখে দেবো
তোমার
বুনো
উন্মুক্ত
হাসি
যদিও
এটা এখন
হারিয়েছে
তার
ভরসা
আর
কমনীয়
নির্ভরতা।

আমি রেখে দেবো
ভাঙা
জিনিসগুলো:

ধন্যবাদ তোমাকে
অসংখ্যবার!

আমি রেখে দেবো
ভাঙা
জিনিসগুলো:

আমি রেখে দেবো
তোমাকে:
দুঃখের
তীর্থস্থান
যেন।
আমি রেখে দেবো
আমার আমিকে।

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>