আলো আঁধারির ভাসো মন
সরু আঁকাবাঁকা রাস্তার চেয়ে প্রশস্ত পথেই পথিক নিজেকে হারায়। জীবন নামের ফুলদানী যখন আপনাকে রাস্তা শেখানোর পাঠদানে ব্যস্ত থাকে, মানব জীবন তখন হারানোর খেলায় মত্ত।
যদিও পথ প্রশস্ত, তবুও তাতে পথিক অতি ক্ষুদ্র। পূর্ণিমার আলো চুরি যায়, অন্ধকার মেঘ গিলে খায় জোছনার রূপ, কারন তাতে রয়েছে অস্তিত্ব প্রকাশের চরম তাড়না। অস্তিত্ব, যেটি আমার কাছে আলোকবর্তিকায় নিজেকে আবিষ্কার করার তাড়না।
অন্ধকারকে আমরা হয়তো কালোই বলি, তবে তার প্রকাশ আলোতেই, কারন তার তাড়না তার অস্তিত্বের বিপরীত, যেটি আলোকবর্তিকায় নিজেকে আবিষ্কারের তাড়না। দিনশেষে বিদ্রোহীর কথাই হয়তো মস্তিষ্কে, মনে প্রোথিত থাকে।
“আমরা সবাই পাপী, একের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। ”