অমিতাভ নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন তাঁর একটি শিলট ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, “আর একটা মিটার ডাউন হল.. রুমি জাফরির সঙ্গে নতুন ছবি শুরু করেছি..’চেহরে’..অনেকদিন আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই কাজের..এতদিনে স্বার্থক হল।”
T 3161 – Another meter down .. started new film with Rumi Jafry .. "CHEHRE" .. a long standing commitment, now fructifying .. pic.twitter.com/MesZ15w8Yx
— Amitabh Bachchan (@SrBachchan) May 12, 2019
‘চেহরে’-তে অভিনয় করছেন ইমরান হাশমিও। অমিতাভের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত ইমরান। একটি টুইট করে ইমরান জানিয়েছিলেন, “আজ আমি মিস্টার বচ্চনের সঙ্গে প্রথম কোনও দৃশ্যে অভিনয় করলাম। আর তখনই আমার খেয়াল হল যে গতকালই ‘জঞ্জীর’-এর ৪৬ বছর পূর্তী হয়েছে। সেই ছবিতে আমার ঠাকুমা অমিতাভের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।” এই ঘটনাকে তিনি অদ্ভুত কাকতালীয় বলে উল্লেখ করেছেন ইমরান।