| 10 ডিসেম্বর 2024
Categories
খবরিয়া চলচ্চিত্র বিনোদন

‘চেহরে’-র প্রথম চেহারা দেখালেন অমিতাভ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

অমিতাভ বচ্চন অভিনয় করছেন রুমি জাফরির ছবি ‘চেহরে’ তে। এটা পুরোনো খবর। এই প্রথমবার সামনে এল ছবিতে অমিতাভের লুক। যথারীতি আবার চমকে দিয়েছেন অমিতাভ।

অমিতাভ নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন তাঁর একটি শিলট ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, “আর একটা মিটার ডাউন হল.. রুমি জাফরির সঙ্গে নতুন ছবি শুরু করেছি..’চেহরে’..অনেকদিন আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই কাজের..এতদিনে স্বার্থক হল।”

‘চেহরে’-তে অভিনয় করছেন ইমরান হাশমিও। অমিতাভের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত ইমরান। একটি টুইট করে ইমরান জানিয়েছিলেন, “আজ আমি মিস্টার বচ্চনের সঙ্গে প্রথম কোনও দৃশ্যে অভিনয় করলাম। আর তখনই আমার খেয়াল হল যে গতকালই ‘জঞ্জীর’-এর ৪৬ বছর পূর্তী হয়েছে। সেই ছবিতে আমার ঠাকুমা অমিতাভের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।” এই ঘটনাকে তিনি অদ্ভুত কাকতালীয় বলে উল্লেখ করেছেন ইমরান।

ছবির নির্মাতারাও শেয়ার করেছেন ছবির লুকে অমিতাভের তিনটে ছবি। ২০২০ সালে ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘চেহরে’।

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত