বিখ্যাত হবার অধিকার
বেড়ে যাওয়া খ্যাতি আটকাতেই মায়েস্ত্রোর দিকে
বিখ্যাত রবারের বুলেট ছুঁড়বে পুলিশ
কিন্তু মায়েস্ত্রো মনে করে সামঞ্জস্যপূর্ণ ভাবে চেঁচিয়েণ
বিখ্যাত হবার অধিকার তাঁর আছে।
শূন্য থেকে পঁচাত্তর ঘন্টা পর্যন্ত যেভাবে টানা সওয়াল করেছে ভাবা যায়না।
অমরতা
সমাধিফলকের পাথর দিয়ে বাড়ি বানিয়ে
নিজেকে অমর করতে চেয়েছিল মায়েস্ত্রো
লাল টসটসে হাসি নিয়ে বিকেলেই চলে অমরতা চলে আসে
চায়ের নিমন্ত্রণ রাখতে।
আর যাবার সময়
একটা পাথর লুকিয়ে খুলে নিয়ে যায়।
স্পিনোজা
পেছনে ছুটে আসছে যে কালো ষাড়
নিশ্চয়ই কোন চিঠি দিতে আসছেনা সে
দশ নম্বর দরজার হাতলে খামোখা এতো লাল কাপড় জড়ানো
মৃত্যুর পর কে প্রথম ছোঁবে তাকে-অনন্ত না শক্র বাদাম
কেউ সেটা বলতে পারে না।
দশ নম্বার দরজার হাতলে ফালতু এই লাল কাপড় জড়ানো।
বুদ্ধির উপযোগিতা
তেতো মন্তব্যের মতো এই জানলা তুই এড়াতে পারবেনা মায়েস্ত্রো
একধাপ নেমে দাঁড়াতেই তুমি দেখবে
ব্লেড তোমার বোতামের দিকে এগোচ্ছে
কোনো নিরাবয়ব পদ্ধতিতেই সবাই তখন জানবে
রাত দশটার বৃষ্টি আসলে উপসংহার
যেখানে দুগজ দুরের ট্রামলাইনও হারিয়ে যায়
যখন সে যৌগিকভাবে পিছিয়ে।