Reading Time: 2 minutes
অন্ধকারের উৎস হতে… উৎসারিত আলো, সেই তো তোমার আলো !
রবীন্দ্রনাথ ঠাকুর।
কুয়াশা ঘোর কিংবা একটি শীতকাল
পাহাড়ের কোলে ছোট্ট নাথাং
অবসর সময় অদেখা তোমারে খোঁজে
হতভম্ব আমি তোর্ষার কাছে
অবসন্ন ছায়ায়
এই সব দিনগুলির নাম মেনোপজ
মুগ্ধতায় হেঁটে যাই হিয়া বাগানের দিকে তোমার বর্ষাপ্রধান ব্যালকনি…
Related