শচীন তেন্ডুলকর দেশদ্রোহী, টিভি টকশোতে বললেন সাংবাদিক অর্ণব গোস্বামী।
যে ছেলেটা বিশ্বকাপ চলাকালীন বাবার মৃত্যুসংবাদ পেয়ে দেশে এসে পিতৃশ্রাদ্ধ না করেই তিন দিনের মধ্যে ইংল্যান্ড ফিরে গিয়েছিল বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে, এবং ফিরে গিয়েই প্রথম ম্যাচে সেঞ্চুরি করে জলভরা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে সেখানে প্রয়াত বাবাকে খুঁজেছিল, সেই শচীন তেন্ডুলকর আজ দেশদ্রোহী।
শচীন তেন্ডুলকরকে দেশদ্রোহী বলায় সামাজিক গণমাধ্যমে সমালোচিত হচ্ছেন সাংবাদিক অর্ণব গোস্বামী। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচে ভারত কি করবে এমন একটি প্রশ্নে শচীন টেন্ডুলকর খেলার পক্ষে রায় দেন তাঁর এই রায়ের প্রেক্ষিতেই অর্ণব গোস্বামী শচীন তেন্ডুলকরকে দেশদ্রোহী বলেন।
শচীনের টুইট
শচীন তেন্ডুলকর মনে করেন বিশ্বকাপে পাকিস্তানের সাথে অবশ্যই ভারতের খেলা উচিত। খেলা বয়কট করে পাকিস্তানকে দুই পয়েন্ট দিয়ে দেয়া বোকামি মনে করেন তিনি আর ভারত পাকিস্তান ম্যাচটি এমন সময় হবে তখন দু’দলই মাঠে থাকবে শিরোপা জয়ের দৌড়ে। বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে আজ পর্যন্ত হারেনি ভারত। তাই খেলা বয়কট করা বোকামি হবে বলেই মনে হয়েছে শচীন তেন্ডুলকরের।
বিখ্যাত ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার ও বয়কটের পক্ষে।
এখন পর্যন্ত ভারত-পাকিস্তানের লড়াইয়ে কে এগিয়ে? পরিসংখ্যান কি বলছে? সংখ্যায় তা জেনে নেয়া যাক-
- দুই দল এখন পর্যন্ত ১২৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের ৫২টি জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩টি। পরিত্যক্ত ৪টি।
- এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। ৫টি করে জিতেছে দুই দলই। ১টি ম্যাচ টাই হয়েছে।
- উভয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৪ বার মুখোমুখি হয়েছে এবং জয় পরাজয় সমান ২টি করে
- আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত মোট ১১ ম্যাচের সব ক’টিতেই জয়ী হয়েছে ভারত
- বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে এ পর্যন্ত ভারত-পাকিস্তান ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ৭টিতে জয় পেয়েছে পাকিস্তান, ৩টিতে ভারত।
- দুই দলের মুখোমুখি লড়াইয়ে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রান ভারতের, ৩৫৬/৯। পাকিস্তানের সর্বোচ্চ ৩৪৪।
- সর্বোচ্চ রানের মতো সর্বনিম্ন রানও ভারতের, ৭৯। পাকিস্তানের সর্বনিম্ন রান ৮৭।
- দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শচীন তেন্ডুলকর এবং পাকিস্তানের বিপক্ষে ৬৯টি ওয়ানডে খেলেছেন ।
- ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান শচীন তেন্ডুলকরের। পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে ২৪২৬ রানও তাঁরই করা। ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে ইনজামাম-উল-হক করেন ২৪০৩।
- ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪ রানের ইনিংস ভারতের বিপক্ষে।
- ভারত-পাকিস্তানের লড়াইয়ে সর্বোচ্চ ৫টি করে সেঞ্চুরি আছে শচীন তেন্ডুলকর ও সালমান বাটের।
- পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৫৪ উইকেট শিকার করেছেন অনিল কুম্বলে।
- দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। ভারতের বিপক্ষে ৬০টি উইকেট নেন পাকিস্তানের সুইং মাস্টার।
- পাক-ভারত লড়াইয়ে সেরা বোলিং ফিগার আকিব জাভেদের। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৩৭ রানে ৭ উইকেট নেন পাকিস্তানের সাবেক এ গতিতারকা।
- দুই দলের মুখোমুখিতে সবচেয়ে বাজে বোলিং সোহেল তানভীরের। ১০ ওভারে ৮৭ রান দেন তিনি। বিনিময়ে শিকার করেন ১ উইকেট।
- ভারত-পাকিস্তানের লড়াইয়ে সর্বাধিক ক্যাচ নিয়েছেন আজহারউদ্দিন, ৪৪টি। সর্বাধিক ৭১টি ক্যাচের রেকর্ড আছে ডিসমিসাল মঈন খানের।
কবি ও কথাসাহিত্যিক। জন্ম ৭ আগস্ট, উত্তরবঙ্গের কোচবিহারে। স্কুল জীবন থেকেই লেখালেখির সূত্রপাত। সম্পাদনা করেছেন বেশ কয়েকটি সাহিত্য পত্রিকা এবং ওয়েবজিন। বর্তমানে ইরাবতী ডেইলি ওয়েবজিনের সাথে যুক্ত। প্রকাশিত কাব্যগ্রন্থ : জল ভাঙে জলের ভেতর [২০১১], ঠোঁটে দাও জ্যোৎস্নার বিষ [২০১২], ডুব সাঁতার [২০১৭], নিরুদ্দেশ গাছে সন্ন্যাসীর মুখ [২০১৭]। গল্পগ্রন্থ : কারুময় খামে অচেনা প্রেম [২০১২]। উপন্যাস: ইতি খন্ডিত জীবন [২০২২]। প্রবন্ধ সংকলন: মাটির গন্ধ [২০২২]। সম্পাদনা গ্রন্থ: দুই বাংলার সাম্প্রতিক গল্প [২০২২] ।
শখ বইপড়া, লেখালেখি, ছবিতোলা, গান শোনা ও ভ্রমণ। বেশ কিছু গানও লিখেছেন তিনি।