অপু হচ্ছেন অর্জুন
বাঙালির প্রিয় অপুকে আরও একবার যিনি পরদায় ফুটিয়ে তুলবেন, তিনি অভিনেতা অর্জুন চক্রবর্তী। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’-এর গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার শুরু অভিযাত্রিকের গল্প
৬০ বছর পরে আবার রুপোলি পরদায় ফিরে আসছে বাঙালির প্রিয় ‘অপু’। ছবির নাম ‘অভিযাত্রিক’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অপরাজিত’র শেষের অংশের উপর ভিত্তি করেই এই ছবির গল্প। ছবিটির পরিচালক শুভজিৎ মিত্র।
আর বাঙালির প্রিয় অপুকে আরও একবার যিনি পরদায় ফুটিয়ে তুলবেন, তিনি অভিনেতা অর্জুন চক্রবর্তী। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’-এর গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার শুরু অভিযাত্রিকের গল্প। ছবির বিষয়, অপুর ভ্রমণের নেশা আর অপুর সঙ্গে তার ছ’বছর বয়সি ছেলে কাজলের সম্পর্ক। ভারতের বিভিন্ন অংশে ঘুরে শুটিং হবে ছবিটির। ১৯৪০ সালের ভারতের পটভূমিকে তুলে ধরতে, আর ‘পথের পাঁচালি’, ‘অপুর সংসার’-এর নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনতে সাদা-কালো ছবি হিসেবেই তৈরি হতে চলেছে অভিযাত্রিক।