Categories
স্টুডিও ২৪৪ এর চিত্র প্রদর্শনী
আনুমানিক পঠনকাল: 2 মিনিট
কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসে “স্টুডিও ২৪৪” ও প্রশান্ত কুমার বসুর আয়োজনে চলছে প্রথম আন্তর্জাতিক চিত্র প্রদশর্নী। ১৮ই মার্চ শুরু হওয়া এ প্রর্দশনী চলবে ২৫শে মার্চ সোমবার পর্যন্ত।
অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারীতে প্রর্দশনীটি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে। প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক চিত্র প্রর্দশনীতে ভারত, বাংলাদেশ, কুয়েত, মালয়েশিয়া এবং নেপালের ৪০ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।
প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তিনজন চিত্রশিল্পী শিবনাথ বিশ্বাস, নাজনীন ইসলাম এবং সঞ্চয় সুমন ।
প্রদর্শনীতে শিল্পী সঞ্চয় সুমনের এক্রাইলিক মাধ্যমে আঁকা Nacked Eye এবং blue poem নামে দুটি চিত্র রয়েছে।
কথাসাহিত্যিক