| 29 মার্চ 2024
Categories
চিত্রকলা সংস্কৃতি সংবাদ

স্টুডিও ২৪৪ এর চিত্র প্রদর্শনী

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসে “স্টুডিও ২৪৪” ও প্রশান্ত কুমার বসুর আয়োজনে চলছে প্রথম আন্তর্জাতিক চিত্র প্রদশর্নী। ১৮ই মার্চ শুরু হওয়া এ প্রর্দশনী চলবে ২৫শে মার্চ সোমবার পর্যন্ত।

 

অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারীতে প্রর্দশনীটি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে। প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক চিত্র প্রর্দশনীতে ভারত, বাংলাদেশ, কুয়েত, মালয়েশিয়া এবং নেপালের ৪০ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।

‘Naked eye ‘
Acrylic on paper By sanchoy sumon

প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তিনজন চিত্রশিল্পী শিবনাথ বিশ্বাস, নাজনীন ইসলাম এবং সঞ্চয় সুমন ।

‘ Blue poem ‘
Acrylic on paper by sanchoy sumon

প্রদর্শনীতে শিল্পী সঞ্চয় সুমনের এক্রাইলিক মাধ্যমে আঁকা Nacked Eye এবং blue poem নামে দুটি চিত্র রয়েছে।

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত