| 19 এপ্রিল 2024
Categories
অনুবাদ অনুবাদিত কবিতা

অনুবাদ কবিতা: মুনীন্দ্র মহন্ত’র অসমিয়া কবিতা । বাসুদেব দাস

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

১৯৬৫ সনে অসমের ডিফু শহরে কবি মুনীন্দ্র মহন্তের জন্ম হয়।গৌহাটিবিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের স্নাতক।অসম সরকারে কর্মরত।প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ অনুভবর কোলাজ, শিলত বাছো ফুল,পিয়াহত থকা মাছবোর।অসমের প্রথম সারির পত্রপত্রিকায় নিয়মিত লিখে থাকেন।লেখালিখি ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।


নামঘর
আঠাশটা হাতি
সিংহ আঠাশটা
সাতটি স্তরের সিংহাসন
দলেদলে কোনো বাধা না মেনে
নেমে আসে জীবনের কঠিন পথে
ভক্তি রসের ঝর্ণা
কীর্ত্তনের সহজ পাঠ
 
ভিজিয়ে কোমল করে মাটিময় প্রাণ
লোহার পিলসুজে
মেজাঙ্করী পাতার সহস্র প্রদীপ
জ্বলজ্বল জ্বলজ্বল
চোখ ধাঁধিয়ে দেওয়া আলো
 
কোষে কোষে আলোর অনুরণন
ভক্তিমার্গের অন্বেষণ
ক্ষণ অনুক্ষণ
টীকা-
মেজাঙ্করী-এক ধরনের দীর্ঘ পাতার গাছ। এর পাতা মুগা-পলু খায় এবং এই পলু থেকে মুগা সুতোর উৎপাদন হয়।
 
 
তৃষ্ণার্ত মাছগুলি
বাজারে মাছ
আকাশলঙ্ঘী বাজার গৃহে মাছ
মাছগুলি বাজারে সাঁতার কাটে
বাজারে সাঁতরে ক্লান্ত হয় না
মাছের বাজার
নিজের গৃহকোণ
অন্দর মহল
মাছগুলি চকচক করতে থাকে
রূপালি রঙে রঙিণ
 
রঙের মধ্যেই একটু অন্ধকার
মাছগুলিকে গিলে
 
মাছগুলি ক্লান্ত হয়
বাজার করে করে
 
‘পানিমে মীন পিয়াসী
শুনতে শুনতে হাসি পায়।’
লালন ফকিরের গান
(২০০৩ সনের শান্তির নোবেল প্রাপ্ত শিরিন এবাদির প্রতি উৎসর্গিত)
 
পরিচিত বামুনের পৈতা দেখে না
পরিচিত মোল্লার ছুন্নত বিচার্য নয়
অপরিচিত বামনির
মোল্লার বিবির চিহ্ন বা কি
 
কার স্ত্রী
কোন জাত
ঘোমটা দেওয়া জন
ঘোমটা-সিঁদূর
বোরখার মালিকনি
 
কার স্ত্রী
কোন জাত
 
লালন বলে
গর্তে থাকলে কুয়োর জল
গঙ্গায় থাকলে গঙ্গার জল
 
জল হল
উদারতার বিরাট হিমালয়
কঠিনতার তুষার বলয়
জল যেমন
নারী তেমন
 
মহাসাগরের না সাগরের
নদীর না পুকুরের
নর্দমার না কুয়োর জল
গর্তে থাকলেই বিচার হয়
 
মহাসাগরে থাকে না নারীর জাত
শিলে বাছি ফুল
খাজুরাহে মদন কামদেবের শিল
শিলের রাজা
শিলের পাখি
শিল ফুল
 
ফুলের না ফোঁটা গল্প
শিলের জামা
জলের বেজী
 
শিল বুদ্ধ
শিল ডেভিড
শিলই শিব
 
সভ্যতার শিখণ্ডী
জয়গানের সুর
 
শিল সবুজ
শিল লাল
শিলই সাদা
 
শান্তির সাদা কবুতর
 
শিলে কুটি শিলে বাছি
সময় দস্তাবেজ।
আজ ঈশপ নেই
ঈশপের গল্পে
মসৃণ ঘুম
 
সূর্য না বাতাস শক্তিশালী
জলে পড়া সিংহের সখী ইঁদুর
বাঘের চেয়ে ধূর্ত শিয়াল
 
উৎকৃষ্ট বন্ধুর পরিচয়
ভালুকজানায়
 
ঈশপের গল্পের কুঁকি
স্বপ্নপুরী
উপদেশে মা-বাবা
 
একদিন নগরে দোষ
ঈশপকেচাইনা
সত্যি কথার কষ্টি পাথরে
হোঁচট খায় নগর
 
ছোট পা-ই ভালো
ঈশপকে হত্যা করা হোক
সমস্বরে বলল
সেদিন থেকে ঈশপকে
হত্যা করা পাঠ
 
আজ ঈশপ নেই।
টীকা-
কুঁকি-ফুল তোলার পাত্র
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত