ডিজিটাল আইনে আটক কবি হেনরি স্বপন
ডিজিটাল আইনে আটক হয়েছেন কবি হেনরি স্বপন। দীর্ঘদিন ধরে তার লেখনির মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি। তার লেখনির সাহসিকতায় তিনি সম্প্রতি বাংলাদেশব্যাপী বেশ আলোচনায় আসেন। এরপর থেকেই ঘনিষ্টজনদের একটি মহল তার বিরোধিতা করে আসছিল তার।
খ্রীস্টান সম্প্রদায়ের একাংশের সঙ্গে বিরোধের জের ধরেই হেনরী স্বপনকে আটক করা হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে জানা যায়। বর্তমানে তাকে বরিশাল কোতয়ালী মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
