আবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা

Reading Time: < 1 minute

ফের একবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সিআরপিএফের কনভয়ে এই হামলা চালানো হয়েছে। আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। যার ফলে এই মুহূর্তে পাঁচজনের বেশি আহত হয়েছেন বলে খবর। হতাহতের সংখ্যা একাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে পুলওয়ামার আরিহাল এলাকায়। সেনার গাড়িকেই জঙ্গিরা টার্গেট করেছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পিছনে কোন জঙ্গি সংগঠন রয়েছে তা এখনই জানা যায়নি।

এর পাশাপাশি অনন্তনাগে কাশ্মীর পুলিশ ও সেনার সঙ্গে জঙ্গিদের দিনভর এনকাউন্টার চলেছে। সেই এনকাউন্টারে ২ জঙ্গি নিকেশ হয়। এছাড়া একজন আর্মি মেজরও শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে।

এদিন আরিহাল গ্রামে সিআরপিএফ এর ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাটেলিয়নের কনভয়ে হামলা চালানো হয়েছে। সামনে থাকা ক্যাসপার ভেহিকলটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

এর আগে গত ফেব্রুয়ারিতেই এই পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জঈশ ই মহম্মদ এই হামলার পিছনে ছিল। তবে এদিনের ঘটনার পিছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি।

সূত্রঃ এনটিটিভি

.

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>