| 13 ডিসেম্বর 2024
Categories
আন্তর্জাতিক খবরিয়া

গাজায় ইসরাইলের বিমান হামলা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

ইসরাইলি সামরিক বাহিনী শুক্রবার গাজায় হামাসের উপর বিমান হামলা চালিয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে খবরসংস্থা এএফপি’।

গাজার নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, হামাসের সামরিক শাখা এবং তাদের মিত্র ইসলামিক যোদ্ধাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে প্রায় ৩০ বার বিমান হামলা চালানো হয়। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

সূত্রটি আরো জানায়, এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী শুক্রবার সকালে টুইটারে এক বার্তায় জানায়, ‘গাজায় সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আমরা বিমান হামলা শুরু করেছি।’

গত কয়েক সপ্তাহ ধরে ইহুদি রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনি ভূখন্ডের মধ্যে প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এতে তাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার হুমকি দেখা দিয়েছে। তেল আবিবে নির্বাচন আসন্ন হওয়ায় এসব ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃহত্তর তেল আবিব জেলা লক্ষ্য করে গাজা থেকে দু’টি রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর শুক্রবারের বিমান হামলা চালানো হয় বলে ইসরাইলি সামরিক বাহিনী জানায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত