
অগ্রদীপ দত্ত
জন্ম জলপাইগুড়ি জেলার মোহিতনগরে। সেখানেই বড় হয়ে ওঠা। প্রথম লেখা ছোটগল্প প্রকাশিত হয় উত্তরবঙ্গ সংবাদে। পরবর্তীতে ''দেশ", "সাপ্তাহিক বর্তমান", "আজকাল", "গৃহশোভা" সহ অন্যান্য পত্রপত্রিকায় গল্প প্রকাশিত হয়। লেখালেখি ছাড়া শখ- বই পড়া, সিনেমা এবং ডুয়ার্সের অলিগলিতে ঘুরে বেড়ানো।
