
অনিন্দিতা মণ্ডল
কয়েকটি ছোট গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। জাগ্রত বিবেকে মাঝে মাঝে প্রবন্ধ লেখা হয়। মাতৃ শক্তিতে ধারাবাহিক উপন্যাস 'অমিয়কায়' প্রকাশ হয়ে চলেছে। খোয়াবনামা থেকে প্রকাশিত হয়েছে 'লঙ্কাধীশ রাবণ'। ঋতবাক প্রকাশনা থেকে ঐতিহাসিক গল্প সঙ্কলন 'রাজোচিট; প্রকাশিত। এছাড়া ঋতবাকে নিয়মিত লেখা প্রকাশ হয়। আত্মপ্রকাশ 'একালের রক্তকরবী' থেকে।
