
ভগীরথ মিশ্র
জন্ম অখণ্ড মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার সাঁতরাপুর গ্রামে। অদ্যাবধি তাঁর প্রকাশিত উপন্যাসের সংখ্যা ১৫টি, গল্প প্রায় ২৫০টি, হাসির গল্প-সংকলন ৪টি, ভ্রমণকাহিনি ৮টি, কিশোর উপন্যাস ও গল্পগ্রন্থ ১৩টি এবং অনেক নাটক প্রবন্ধ ও রম্যরচনা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : ‘মৃগয়া’ (৫ খণ্ডে), ‘আড়কাঠি’, ‘চারণভূমি’, ‘জানগুরু’, ‘শিকলনামা’, ‘অমানুষনামা’, ‘ঐন্দ্রজালিক’, ‘জাদুগর’, ‘বাজিকর’, ‘ফাঁসবদল’, ‘আরশিচরিত’, ‘শিকড়ের ঘ্রাণ, অন্তর্গত নীলস্রোত’, ‘তস্কর, সেরা ৫০টি গল্প’, ‘শ্রেষ্ঠ গল্প’, ‘সরস গল্প’, ‘হাসির বারো গল্প’, ‘হাসির আরো গল্প’, ‘মালয়ের ডায়েরি’, ‘স্বর্ণলঙ্কার খোঁজে’, ‘সরস জম্মু-কাশ্মীর-বৈষ্ণোদেবী, দেবভূমি কেরালা’, ‘কিন্নরের পথে পথে, বনসাই-চর্চা’, ‘কুটুম-কাটাম’ ইত্যাদি। তাঁর একাধিক গল্প হিন্দি, ইংরেজি ও অসমিয়া ভাষায় অনূদিত হয়েছে। এছাড়াও অনেক গল্প-উপন্যাস মঞ্চায়িত ও চলচ্চিত্রায়িত হয়েছে। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্কিম পুরস্কার, সমরেশ বসু পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, সর্বভারতীয় ‘কথা’ পুরস্কার প্রভৃতি।
