
দীপরাজ দেব পিয়াল
জন্ম ২০০০ সালের ২৭ এপ্রিল, সিলেটে। বর্তমানে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে অধ্যয়নরত। লেখালেখিটা আমার কাছে সর্বোপরি যোগাযোগের একটা মাধ্যম। আদতে আমরা যতক্ষণ আশেপাশের মানুষগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারি, ততক্ষণ সুস্থভাবে বেঁচে থাকতে পারি। আমার হাসি, কান্না কিংবা চিৎকার যেরকম করে আমার পাশের মানুষগুলোকে জানান দেয় 'আমি আছি', আমার লেখাটাও তাই। এই যোগাযোগটা যতদিন রক্ষা হবে, বেঁচে থাকাটাও ততদিন সহজ হয়ে যাবে।
