
হামিরউদ্দিন মিদ্যা
জন্ম ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীর এক প্রত্যন্ত গ্রামে।
লেখালেখির শুরু ২০১৬ সাল থেকেই। ২০১৮ সালে পেয়েছেন 'প্রতিশ্রুতিমান গল্পকার সম্মান'। বিভিন্ন নামী-অনামী পত্র-পত্রিকায় নিয়মিত গল্প লিখে যাচ্ছেন। ২০১৯ এ কলকাতা বইমেলায় সৃষ্টিসুখ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে প্রথম গল্প গ্রন্থ 'আজরাইলের ডাক'।
