
জয়দেব দত্ত
জন্ম ১৮ই আগস্ট ১৯৭১ সালে,পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাত্রসায়রে।একটু বড় হতেই সোনামুখী থানার জগমোহনপুর গ্রামে বসবাস শুরু।প্রান্তিক মানুষদের সুখ-দুঃখ যন্ত্রণার কথা উঠে আসে তাঁর গল্পে।কলকাতার সোপান পাবলিশার্স থেকে 'যমকুলি' নামে একটি গল্পসংকলন প্রকাশিত হয়েছে। এই বইটির জন্য পেয়েছেন 'নমিতা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার '।
