
কণাদ বাগ
জন্ম ১৯৬৭ সালে। কোলকাতায়। পড়াশোনা উত্তরপাড়া সরকারি স্কুলে। আর জি কর মেডিকেল কলেজে। পেশায় চিকিৎসক শিক্ষক। প্রকাশিত লেখার সংখ্যা সামান্য। বেশীরভাগই স্কুল কলেজের পত্রিকায়, কখনও বইএর পাতায় কখনও দেয়ালে সাঁটা কাগজে। “উনিশ কুড়ি” পত্রিকায় একটা ছোট গল্প ছাপা হয়েছিল। “টগবগ” এ আর একটা। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথম লেখা “চামড়ার মাণিব্যাগ” প্রকাশ করল “ইরাবতী”।
