
লুতফুন নাহার লতা
জন্ম ১২ই নভেম্বর সাংস্কৃতিক শহর খুলনায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স করেন। ১৯৭৭ এ উচ্চমাধ্যমিকে যশোর বোর্ড থেকে মেধা তালিকায় মেয়েদের মধ্যে প্রথম ও সম্মিলিতভাবে চতুর্থ স্থান অধিকার করেন। খুলনা , রাজশাহী ও ঢাকা বেতারে একাধারে সংবাদ পাঠক, উপস্থাপক ও নাট্যশিল্পী হিসেবে কাজ করেন । ১৯৮০ থেকে বাংলাদেশ টেলিভিশনে একজন সফল নাট্যশিল্পী হিসেবে অভিনয় করেছেন। একাধারে লেখক, কবি, উপস্থাপক, অভিনেত্রী লতা ১৯৯৭ থেকে বেছে নিয়েছেন পরবাস। কাজ করছেন অধিকার বঞ্চিত অটিস্টিক বাচ্চাদের নিয়ে নিউইয়র্কের একটি পাবলিক স্কুলে।
