
রশীদ আহমেদ
চাকুরিজীবী, অডিটর, রাজস্ব অডিট অধিদপ্তর। কবি এবং গদ্য লেখক। প্রথম কবিতা ‘একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হয় ১৯৯৯ সালে খুলনার ‘তমুদ্দিন মজলিস’ ম্যাগাজিনে। এছাড়া স্কুল ম্যাগাজিন ও যশোরের একটি আঞ্চলিক ম্যাগাজিনেও কবিতা প্রকাশিত হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রে পাঠচক্রের সদস্য হিসেবে অধ্যয়ন করেছেন চার বছর। ‘ভলান্টিয়ার এসোসিয়েশন ফর বাংলাদেশ’ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই বছর এছাড়া যশোরের একটি সামাজিক সংগঠন ‘শাপলা তরুণ সংঘ’ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আট বছর।
