
মৌসুমী রায়
১৯৭৭ সনের ২৪শে অক্টোবর উত্তর ২৪পরগনার কৃষ্টিশহর হালিশহরে জন্ম ।মাধ্যমিক পরীক্ষায় জাতীয় বৃত্তি প্রাপ্ত মেধাবী মেয়েটি বিজ্ঞান নিয়ে পড়াশুনা শুরু করলেও সাহিত্যের প্রতি নিবিড় আকর্ষনে হুগলী মহসীন কলেজ থেকে ইংরাজী সাহিত্যে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজী ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর হন ।পেশা হিসাবে শিক্ষকতাকে বেছে নিলেও সাহিত্য চর্চায় ব্রতী নিরন্তর । কলম স্বচ্ছন্দ গদ্য ও কবিতা উভয়েই ।প্রকাশিত গ্রন্থ কবিতার ক্যানভাস , নিঃসঙ্গ অন্তরীপ প্রভৃতি ।কবিতা ও গল্প নিয়মিত প্রকাশিত হয় দিবারাত্রির কাব্য ,শ্রমণা ,রোদ রং ,রা প্রকাশনী, টার্মিনাস কবিতার জন্য ইত্যাদি লিটল ম্যাগাজিন ও বিভিন্ন অনলাইন সাহিত্য পত্রিকায় ।
