
মৃত্তিকা মাইতি
জন্ম পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কাদিরপুর গ্রামে। পারিবারিক পরিস্থিতি সুস্থির না থাকায় প্রথাগত শিক্ষা পাওয়া হয়ে ওঠেনি। পরে নিজের চেষ্টায় যা শিখেছেন তাতে তাঁকে স্বশিক্ষিত বলা যায়। লেখালেখির শুরু ২০১৭ সালে। গল্প লিখেছেন 'দেশ', 'বর্তমান', 'সুখী গৃহকোণ', 'ইন্ডিয়ান এক্সপ্রেস', 'সুখবর', বাংলাদেশের 'কালি ও কলম' এবং অন্যান্য পত্রপত্রিকায়। প্রথম প্রকাশিত বই 'পাখিঘর' (উপন্যাস)।
