
রাজেশ কুমার
জন্ম ১৯৮০সালে পশ্চিমবঙ্গের হুগলী জেলার পান্ডুয়া গ্রামে।পেশায় তিনি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপতরের আধিকারিক।মূলত ছোটগল্পকার।কোলকাতার প্রায় সমস্ত প্রথম সারির বাণিজ্যিক পত্রপত্রিকাতেই লিখে থাকেন।প্রকাশিত গল্পের বই 'বাউন্ডারি লাইন পেরিয়ে' কোলকাতার 'সোপান' পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে।লেখালেখি ছাড়াও ভালোবাসেন বাঙালি ও বাংলা ভাষাকে।লং ড্রাইভিং করতে খুব পছন্দ করেন।
