
রক্তিম ভট্টাচার্য
লেখালেখির দুনিয়ায় বছর তিনেক। পেশায় ছাত্র। নেশায় গল্প-কবিতা চর্চা, গল্পে বিশেষ ঝোঁক। বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, অণুগল্প, ছোটগল্প ছাপা হচ্ছে। সম্প্রতি 'প্রত্যুষ' সামাজিকগল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কারলাভ। 'প্ল্যাটফর্ম' থ্রিলারগল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কারলাভ। সংকলিত গ্রন্থে লেখা - কচিপাতা নিবেদিত অণুগল্পসংকলন 'গলি থেকে রাজপথ', প্ল্যাটফর্ম প্রকাশিত থ্রিলার গল্পসংকলন 'রহস্য রোমাঞ্চের প্ল্যাটফর্ম', অবগুণ্ঠন প্রকাশিত ভৌতিক গল্পসংকলন '১৫ ভূত', শ্রমণা নিবেদিত অণুগল্পসংকলন 'পদ্ম পাতার জল'। অবসর কাটে গান ও চিত্রনাট্য লিখে।
