
রামামৃত সিংহ মহাপাত্র
মূলত গল্পকার।পাশাপাশি জৈন পুরাতত্ব এবং আঞ্চলিক সংস্কৃতি তথা লোকসংস্কৃতির উপর গবেষণা মূলক প্রবন্ধের লেখক।প্রকাশিত গ্রন্থ চারটি।গত বারোবছর ধরে 'গল্পলোক' নামে একটি গল্পের পত্রিকা সম্পাদনা করে আসছেন।'মেঘ বৃষ্টির গল্প' নামে একটি গল্প সংকলনও সম্পাদনা করেছেন।পেশায় শিক্ষক এই লেখককে আলোড়িত করে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম । মানুষের ক্রমশ অবক্ষয়িত মানবিক মূল্যবোধ। সম্পর্কে বাড়তে থাকা জটিলতা।
ইমেল[email protected]
