
রেহানা বীথি
রেহানা বীথির জন্ম ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার মহাডাঙা গ্রামে। রাজশাহী বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে এইচএসসি পাস করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম পাস করেন তিনি। তিনি দুই কন্যা সন্তানের জননী। আইনজীবী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন ২০০১ সালে চাঁপাইনবাবগঞ্জে এবং ২০০৯ সালে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রোসিকিউটর হিসেবে নিয়োগ পান। ছোটবেলা থেকেই তিনি প্রচুর বই পড়তেন এবং মনে মনে স্বপ্ন দেখতেন একজন লেখক হওয়ার। অনিয়মিতভাবে লেখালেখিতে অনেক বছর কেটে গেলেও ২০১৬ সালের শুরুর দিক থেকে তিনি নিয়মিত লেখালেখির কাজে মনোনিবেশ করেন। লিখতে থাকেন অনলাইনের বিভিন্ন সামাজিক মাধ্যমে। প্রকাশ হতে থাকে তাঁর লেখা দৈনিক গৌড় বাংলা, কলকাতার ‘উত্তরের সারাদিন’ এবং অনলাইনের বার্তা২৪, সিলেটটুডে২৪ ও জাগরণ ছাড়াও রাজশাহীর স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায়। লেখালেখির পাশাপাশি রাজশাহী জেলা আইনজীবী সমিতির সাহিত্য সম্পাদক হিসেবেও তিনি দু’বার দায়িত্ব পালন করেন।
