
রেজা ঘটক
গবেষক, চলচ্চিত্র নির্মাতা
জন্ম: ২১ এপ্রিল, ১৯৭০; বাংলা ৮ বৈশাখ, ১৩৭৭। জন্মস্থান: পিরোজপুর জেলার নাজিরপুরের উত্তর বানিয়ারি গ্রামে।অর্থনীতিতে স্নাতকসহ (সম্মান) মাস্টার্স। আর্থ সামাজিক নানা বিষয়ে প্রায় দু’ দশক ধরে গবেষণা করছেন।২০০৬ সাল থেকে চলচ্চিত্র এবং টেলিভিশন নাটক নির্মাণের সঙ্গে যুক্ত। লেখালেখিতে প্রধান বিষয় ছোটগল্প। এছাড়া উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, সমালোচনা এবং কবিতা লেখার চর্চাও করেন। নাটকের স্ক্রিপ্ট লেখেন।পত্র-পত্রিকা এবং অনলাইনে নিয়মিত কলাম লিখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়।
