
রিপন হালদার
নিবাস পশ্চিমবঙ্গে। কবিতা দিয়ে লেখালেখি শুরু দু-হাজার সালের পর। তারপর গদ্যে সরে আসা। প্রথাবিরোধী গল্প-উপন্যাসে আগ্রহী। প্রকাশিত বই, ‘বৃষ্টির কথা হচ্ছে’ (কবিতা), ‘অঙ্কফুল’ (কবিতা), ‘এখানে অমল নামে কেউ থাকে না’ (গল্প সংকলন)। প্রকাশিতব্য উপন্যাস ‘আগামীকাল এইসব লিখেছিলাম’। ভালো লাগে যন্ত্রসঙ্গীত, বিশ্বসিনেমা, আন্তর্জাতিক রাজনীতি।
