
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
মূলত কবি। তবে কবিতা ছাড়াও তিনি সাহিত্যের সব শাখায় বিচরণ করছেন। তাঁর কবিতায় গ্রামবাংলা থেকে শুরু করে নগরায়ন, নাগরিক জীবন, জীবনের জটিলতা, প্রেম, পরবাস, পরাবাস্তব প্রভৃতি প্রতিফলিত হয়। তাঁর প্রকাশিত গ্রন্থ ৫০টি। সাহিত্য, সাংবাদিকতা ও গবেষোণায় অবদানের জন্য তিনি দেশ-বিদেশে পুরস্কৃত হয়েছেন। তাঁর লেখা বেশকিছু গান ও নাটক জনপ্রিয়তা পেয়েছে। বিটিভি-র ‘দৃষ্টি ও সৃষ্টি’ অনুষ্ঠানের উপস্থাপক দুলাল বর্তমানে কানাডায়। তিনি ইত্তেফাকের সাথেও যুক্ত।
