
সায়ন্তন মুখোপাধ্যায়
জন্ম পাঁচের দশকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীর রাধামোহনপুর গ্রামে।লেখালেখির জগতে আসেন সাতের দশকেরর শুরুর দিকে।দেশ,সানন্দা,অনুষ্টুপ,সুখী গৃহকোণ,ভারত বিচিত্রা(ঢাকা হাইকমিশন) প্রভৃতি নামী পত্রিকায় যেমন গল্প লিখেছেন, তেমনি লিটিল ম্যাগাজিনেও লিখেছেন।প্রথম গল্পগ্রন্থ 'ঐরাবত কথা(২০০৮)'। তারপর দীর্ঘ সময়ের ব্যবধানে প্রকাশিত হয় 'ফিরে ফিরতি খেলা (২০১৮)'।লেখালেখির জন্য বাঁকুড়া জেলা সাহিত আকাদেমি সম্মান(২০০৬),রাঢ় বাংলা কথা সাহিত্য আকাদেমি সম্মান(২০০৮),ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার(২০১৮) ছাড়াও আরও অনেক সম্মানে সম্মানিত হয়েছেন।
