
সুজন দাশগুপ্ত
গোয়েন্দা একেনবাবুর মানসপিতা সুজন দাশগুপ্ত মার্কিন মুলুকে পিএইচ ডি করতে গিয়েছিলেন পাঁচ দশকেরও আগে। সেই থেকে আমেরিকা প্রবাসী। কর্মজীবনের অনেকটা সময় কেটেছে বেল ল্যাবোটরিজ-এ। কর্মজীবনের ফাঁকে ফাঁকে লেখার শুরু। গোয়েন্দাকাহিনি ছাড়াও গল্প, ছড়া, রম্যরচনা ও লজিক পাজল নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা গোটা পঁচিশেক। বইগুলির প্রকাশক আনন্দ পাবলিশার্স, এ মুখার্জী, দাশগুপ্ত এন্ড কোং, সৃষ্টিসুখ ও দ্য কাফে টেবল।
