
সুস্মিতা কুণ্ডু
একটি সাড়ে ছয় বছরের দুরন্ত সন্তানের জননী। বর্তমানে উইসকনসিন, আমেরিকায় থাকি, বাড়ি হাওড়া-তে। কলকাতার ‘সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স’ থেকে পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলাম। শিশুকিশোর সাহিত্য পড়তে এবং লিখতে খুব ভালোবাসি। প্রকাশিত ছোটোদের বই : ১) রহস্যে ঘেরা বারো, ২০২০। প্রকাশক : সৃষ্টিসুখ। ২) এক যে ছিল, ২০২১। প্রকাশক : বুক ফার্ম।
