
তানজিনা হোসেন
জন্ম ১৯৭৫ সালের ৩ সেপ্টেম্বর।
শুরুটা বিজ্ঞান কল্পকাহিনি লেখার ঝোঁক থেকে। এ পর্যন্ত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর তিনটি বই প্রকাশিত হয়েছে তাঁর—আকাশ কত দূর (২০০১), ছায়াপৃথিবী (২০০৩) ও শ্যাওলা পৃথিবী (২০১১)। পাশাপাশি ছোট গল্প লেখেন। ২০০৬ সালে বেরিয়েছে গল্পগ্রন্থ অগ্নিপায়ী। ২০১৮ সালে দ্বিতীয় গল্পগ্রন্থ আমাদের গ্রামে রাজকন্যা আসার কথা ছিল। নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকীতে লিখছেন। সমসাময়িক ঘটনাবলী আর ছোট ছোট আবেগ, অপাংক্তেয় মানুষের গভীর মমতা আর ভালবাসা তার গল্পের প্রধান উপজীব্য। সহজ সাধারণ ভাষায় সাধারণ মানুষের সাধারণ গল্প বলতে চান তিনি। পড়াশোনা করেছেন চিকিৎসাশাস্ত্রে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর বারডেম একাডেমি থেকে স্নাতকোত্তর করেছেন এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিষয়ে। বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
