
তুষার গায়েন
কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক কর্মী
জন্ম - ৪ জুলাই ১৯৬৭, বরিশাল। শৈশব থেকেই বাবার চাকরীসূত্রে ঘুরেছেন দেশের বিভিন্ন শহর; মধ্য আশিতে স্নাতক শিক্ষার জন্য পাড়ি জমান একদা চেতনা সংক্রামক, স্বপ্নরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে। শিক্ষা শেষে নব্বইয়ের শুরুতে দেশে ফিরে স্থাপত্য পেশার পাশাপাশি নিয়মিত কাব্যচর্চা শুরু করেন এবং একবিংশ, নিসর্গ, বিপ্রতীক ইত্যাদি লিটল ম্যাগাজিনসহ দেশের বিভিন্ন সাহিত্য পত্রিকা ও দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকীতে কবিতার পাশাপাশি লিখেছেন সাহিত্য, স্থাপত্য, সমকালীন দর্শন ও চিন্তা বিষয়ক প্রবন্ধ। ২০০৬ সাল থেকে উত্তর আমেরিকায় অভিবাসী হিসেবে বসবাস করছেন কানাডার প্রাণকেন্দ্র, সাংস্কৃতিক ও বানিজ্যিক শহর টরন্টো-তে। পেশায় স্থপতি; ‘দ্য ওডেসা স্টেট একাডেমী অব সিভিল ইঞ্জিনিয়ারিং এণ্ড আর্কির্টেকচার’ থেকে স্থাপত্যে স্নাতকোত্তর (১৯৯২) এবং আমেরিকার ‘দ্য নিউইয়র্ক সিটি কলেজ অব দ্য সিটি ইউনিভার্সিটি’ থেকে আরবান ডিজাইন-এ মাস্টার্স করেছেন (২০০৮)। প্রকাশিত কবিতার বই - নীলভবহ্রদ (১৯৯৭), বৃষ্টির অন্তর ত্রাস (২০০৩), দ্বিমেরুযোজন (২০১২)। যৌথভাবে সম্পাদনা করেছেন অধুনান্তিক বাংলা কবিতার অনুবাদ সংকলন : Postmodern Bangla Poetry 2003, প্রবন্ধের বই - বাংলা কবিতা : অধুনান্তিকতার অভেদ সন্ধান (২০১৯)
