Categories
বাবাইয়ের গোয়েন্দাগিরি
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
খুঁদে গোয়েন্দা গন্ধ খোঁজে
করে সে গোয়েন্দাগিরি,
তাই নিয়ে চলে হাসাহাসি –
কখনও চলে টিটকিরি।
জেঠু ডাকে- আয়তো বাবাই
বসতো আমার পাশে,
তদন্ত করবি নতুন কেস, যদি
মাথায় কিছু আসে ?
বলতো দেখি কেমন পারিস
যখন ঘুমাচ্ছি রাত্রিবেলা,
কে যেন মাথায় ফোটাল হুল
কোন কালপ্রিটের চেলা?
বাবাই তখন মাথা চুলকোয়
ভাবছে ধরবে কাকে,
কে হতে পারে সেই কালপ্রিট
কামড়ায় জেঠুর টাকে!
জেঠু, করে ফেলেছি রহস্যভেদ-
কে করেছে এমন দশা,
তোমায় কামড়েছিল অন্ধকারে
দুষ্টু সে এক মশা।