চার বছর পরে আবার
একসময় বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় জুটি ছিলেন কোয়েল মল্লিক ও জিৎ। চার বছর আগে তাদের বড় পর্দায় দেখা যায়। ফের আবার ফিরলেন একসঙ্গে। সম্প্রতি বেরোলো নতুন সিনেমার প্রথম ঝলক (ফার্স্টলুক)। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শেষ থেকে শুরু’ সিনেমায় দেখা যাবে এই দুই তারকাকে।

এর আগে তাদের শেষ ছবি ছিল ‘বেশ করেছি প্রেম করেছি’। এরপর তারা একসঙ্গে কাজ করছেন ‘শেষ থেকে শুরু’ ছবিতে। সম্প্রতি লন্ডন থেকে শুটিং সেরে ফিরেছে সিনেমা দল। টুইটারে নিজের ছবি সম্পর্কে নতুন তথ্য দিয়েছিলেন জিৎ। জানিয়েছিলেন, অল্প কিছুদিন পরেই দেখা যাবে ‘শেষ থেকে শুরু’র ফার্স্টলুক। অবশেষে মুক্তি পেল সিনেমার পোস্টার।সিনেমাটিতে পূজারিণীর ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। জিতের চরিত্রের নাম মাহিদ।রাজ চক্রবর্তীর এই থ্রিলার ঘরানার সিনেমাটির প্রযোজকও জিৎ। জিৎ ও কোয়েলের সঙ্গে আরও দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, সায়ন্তনি বন্দ্যোপাধ্যায়কে।

এর আগে তাদের শেষ ছবি ছিল ‘বেশ করেছি প্রেম করেছি’। এরপর তারা একসঙ্গে কাজ করছেন ‘শেষ থেকে শুরু’ ছবিতে। সম্প্রতি লন্ডন থেকে শুটিং সেরে ফিরেছে সিনেমা দল। টুইটারে নিজের ছবি সম্পর্কে নতুন তথ্য দিয়েছিলেন জিৎ। জানিয়েছিলেন, অল্প কিছুদিন পরেই দেখা যাবে ‘শেষ থেকে শুরু’র ফার্স্টলুক। অবশেষে মুক্তি পেল সিনেমার পোস্টার।সিনেমাটিতে পূজারিণীর ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। জিতের চরিত্রের নাম মাহিদ।রাজ চক্রবর্তীর এই থ্রিলার ঘরানার সিনেমাটির প্রযোজকও জিৎ। জিৎ ও কোয়েলের সঙ্গে আরও দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, সায়ন্তনি বন্দ্যোপাধ্যায়কে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
