বন্ধুরা সব ভালো থাকুক
বুকের ভিতর যখন নিযুত কষ্ট করে খেলা কেউ জানি না কেমন করে যায় কেটে যায় বেলা সেই কষ্ট শেয়ার করি হালকা করি বুক একটু হলেও ফিরে আসে আদর মাখা সুখ যার সাথে তা শেয়ার করি বন্ধু হলো সেই মনে রেখো বন্ধু ছাড়া প্রিয় তো কেউ নেই একটা ভালো বন্ধু যদি থাকে তোমার কাছে সবচে বড় সম্পদ আজ তোমার কাছে আছে তাকে তুমি মূল্য দিও, দিও ভালোবাসা বন্ধুরা তো তোমার কাছে এটাই করে আশা সব বন্ধু ভালো থাকুক কামনা আজ এই বন্ধু ছাড়া ভালো থাকার উপায় জানা নেই।

কবি ও ছড়াকার
পেশায়:
উপ-পরিচালক(অর্থ)
শতভাগ ডিএনই (ডিএমসিএস) প্রকল্প
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।