কালো কাপড়ে ঢাকা ও তিনটি কবিতা । অনীক চক্রবর্তী
ক্ষণজন্মা
আজ আমি মাটি ছুঁয়েছি
আমি আকাশ ছুঁতে চাই
আস্তাকুঁড়ের অবহেলিত দলিত এক কোণে
আমি আজ মাটি ছুঁয়েছি
আমি উন্মেলিত হয়ে উড়তে চাই
নর্দমার ধারে কামিন কুলি ঘরে
আজ আমি পৃথিবীর মাটি ছুঁয়েছি
আমি আমার অধিকার চাই
যে অধিকার আমার
যে অধিকার বাঁচার
পথ চলার
গল্প বলার
আকাশের বুকের রক্ত ঝরলে
যে অধিকার গর্জে ওঠার
যে অধিকার আমার
যে অধিকারে আজ
আমি তোমাদের মেয়ে হয়ে এই পৃথিবীর বুক ছুঁয়েছি
সেই অধিকারে আমি
এক জীবন রামধনু হয়ে বাঁচতে চাই।
কালো কাপড়ে ঢাকা
যারা মানব মানবীর মুক্তির স্বপ্ন দেখেছিলো কাবুলে
তাদের কানের ভিতর হেবেনন ঢেলে
সময় এগিয়ে চলে
আর আমাদের চোখের সামনে ঘটে চলে
সভ্যতার পশ্চাৎ প্রসরণ
এক বাক্স ইতিহাস আর এক পৃথিবী চোখের জলের ধর্ষণ।
অন্তরঙ্গ
ঘুরে এলাম
মনের মত সৈকত
বনের মত বন্ধু
ঘুম পাহাড়ের ইতিহাস নিয়ে
ফিরে এলাম
একরত্তি নাগরিক জীবনে
পরের বাড়ি, পরের জমি
আমার নয়
কিন্তু ওই অরণ্য-বন্ধুরা, ওই ঘুম পাহাড়ের স্বপ্ন আর যত নতুন মনের ইতিহাস ………. সব আমার।
নির্ভেজাল আমার।
বাক্যিহরা
আমি আগুন ছড়াই
উত্তাপ
প্রাণ থেকে প্রাণে
আমি বৃষ্টি ডাকি
নির্বাক আসমানে
শুকনো ব্যথা গাঁথা
জমাট যখন কোনোখানে
খরা মাটি ফাটল ধরা যেথায় দিনমানে
আমি বান ডাকতে পারি
আমি মেঘে মেঘে ঘর বুনি
চাঁদের আলোয় বাড়ি
আমি সিধা রাস্তায়
সহজ গানে
পথ হারাতে পারি
আমি সাগর ভেলায়
মানুষ মেলায়
রূপকথায় ভাসতে জানি
আমি সজল চোখের
শ্যামল ছায়ায়
মেঘের কাজল টানি
তবু
বাঁধনহারা জীবনধারায়
দিশা আমি চাইনে
সকল সাঁঝের আসর মাঝে
বাক্যি খুঁজে পাইনে
সারাবেলা সকল খেলায়
সবার সাথে আড়ি
শুধু
তোমার সাথেই একা আমি
হারিয়ে যেতে পারি।

চাকুরিজীবী। কাজের খাতিরে বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে করেছেন ক্ষুণ্ণিবৃত্তি। আসল নেশা তবলা এবং গান। জীবনানন্দের পর প্রিয় কবিদের তালিকায় মূলত সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, T.S. Elliot, Wallace Stevens, Forrest Gander, Ranjith Hoskote প্রমুখ। ভালো লাগে রনজিৎ দাশেরও কিছু কবিতা।