Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla kobita by Anik Chakravorty ipl

কালো কাপড়ে ঢাকা ও তিনটি কবিতা । অনীক চক্রবর্তী

Reading Time: < 1 minute
ক্ষণজন্মা
 
আজ আমি মাটি ছুঁয়েছি
আমি আকাশ ছুঁতে চাই
 
আস্তাকুঁড়ের অবহেলিত দলিত এক কোণে
আমি আজ মাটি ছুঁয়েছি
আমি উন্মেলিত হয়ে উড়তে চাই
 
নর্দমার ধারে কামিন কুলি ঘরে
আজ আমি পৃথিবীর মাটি ছুঁয়েছি
আমি আমার অধিকার চাই
 
যে অধিকার আমার
যে অধিকার বাঁচার
পথ চলার
গল্প বলার
আকাশের বুকের রক্ত ঝরলে
যে অধিকার গর্জে ওঠার
যে অধিকার আমার
যে অধিকারে আজ
আমি তোমাদের মেয়ে হয়ে এই পৃথিবীর বুক ছুঁয়েছি
সেই অধিকারে আমি
 
                                 এক জীবন রামধনু হয়ে বাঁচতে চাই।
 
 
 
কালো কাপড়ে ঢাকা
 
 
যারা মানব মানবীর মুক্তির স্বপ্ন দেখেছিলো কাবুলে
তাদের কানের ভিতর হেবেনন ঢেলে
সময় এগিয়ে চলে
আর আমাদের চোখের সামনে ঘটে চলে
সভ্যতার পশ্চাৎ প্রসরণ
এক বাক্স ইতিহাস আর এক পৃথিবী চোখের জলের ধর্ষণ।
 
 
অন্তরঙ্গ
 
ঘুরে এলাম
মনের মত সৈকত
বনের মত বন্ধু
ঘুম পাহাড়ের ইতিহাস নিয়ে
ফিরে এলাম
একরত্তি নাগরিক জীবনে
পরের বাড়ি, পরের জমি
আমার নয়
কিন্তু ওই অরণ্য-বন্ধুরা, ওই ঘুম পাহাড়ের স্বপ্ন আর যত নতুন মনের ইতিহাস ………. সব আমার।
নির্ভেজাল আমার।
 
বাক্যিহরা
 
 
আমি আগুন ছড়াই
উত্তাপ
প্রাণ থেকে প্রাণে
 
আমি বৃষ্টি ডাকি
নির্বাক আসমানে
 
শুকনো ব্যথা গাঁথা
জমাট যখন কোনোখানে
খরা মাটি ফাটল ধরা যেথায় দিনমানে
আমি বান ডাকতে পারি
 
আমি মেঘে মেঘে ঘর বুনি
চাঁদের আলোয় বাড়ি
 
আমি সিধা রাস্তায়
সহজ গানে
পথ হারাতে পারি
 
আমি সাগর ভেলায়
মানুষ মেলায়
রূপকথায় ভাসতে জানি
 
আমি সজল চোখের
শ্যামল ছায়ায়
মেঘের কাজল টানি
 
তবু
 
বাঁধনহারা জীবনধারায়
দিশা আমি চাইনে
সকল সাঁঝের আসর মাঝে
বাক্যি খুঁজে পাইনে
সারাবেলা সকল খেলায়
সবার সাথে আড়ি
শুধু
 
তোমার সাথেই একা আমি
হারিয়ে যেতে পারি।
 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>