Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla kobita by kobi Amitabha Paul

ইরাবতী সাহিত্য: পাঁচটি কবিতা । অমিতাভ পাল

Reading Time: < 1 minute

 

 

মাতৃসমা

 

সিএনজির ভিতরে হাত পা গুটিয়ে বসে আছি

গর্ভের শিশুর মতো

অন্ধকার চাপা এই থলিটা আমাকে নিয়ে যাচ্ছে আমার পৃথিবীতে

তারপর গন্তব্যে পৌঁছে নতুন শিশুর মতো

কুঁকড়ে বেরিয়ে আসবো আলো বাতাসের সমুদ্রে

 

সিএনজি মাতৃসমা

 

 

 

 

 

রূপকথার বইগুলি

 

রূপকথার বইগুলি আসলে লেখা হয় দরিদ্রদের জন্য

যারা স্বপ্নের দস্তানা না পড়ে হাত দিতে পারেনা

কোন ইচ্ছার শরীরেই

এই সান্তনার বইগুলি লেখেও দরিদ্ররাই

কেননা তারা নিজেদের মন বোঝে

 

রূপকথার বইগুলি ম্যাজিক শেখানোর বইয়ের মতোই

ফাঁস করে দেয় ফাঁকির কৌশলগুলি

 

 

 

 

 

জনবুলি

 

আমাকে হ্যাক করা হচ্ছে

কেড়ে নেয়া হচ্ছে আমার শান্তি আনন্দ সুখ

আর আমার ভিতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে

দুঃশ্চিন্তা বৈষম্য আর দুঃখ

আমার মাথা এখন আর আমার কথা শুনছে না

দেখছে অন্যের স্বপ্ন

 

আমাকে হ্যাক করা হচ্ছে

গেলানো হচ্ছে সংখ্যাগুরুর শক্তি সামর্থের কথা

আর গোপনে বিচ্ছিন্ন করা হচ্ছে সমস্ত পৃথিবী থেকে

 

রাষ্ট্রের ভল্টে চালান হয়ে যাচ্ছে আমার আমি

 

 

 

 

পুঁজি সুন্দরীর টান

 

পুঁজি সুন্দরীর মতো টানছে

আর আমি মোহে লোভে আশ্লেষে প্রেমে

তার দিকে ছুটছি

এবং বিবাহিত হচ্ছি

 

তারপর একসময় পুঁজির স্বরূপ উন্মোচিত হলো

আর সুন্দরীর কাছে থেকে আমি পেলাম

বেয়াদব সন্তানের দল

ঝগড়ায় ভরা দিন

ধমক আর লাগামের ঠাণ্ডা লোহার স্বাদ-

এখন আমি বেঁতো ঘোড়ার মতো কাহিল

 

পুঁজি এখনো সুন্দরী

 

 

 

 

বিরিয়ানীর প্লেট

 

দেখছি আর হাসি পাচ্ছে-

এই তাহলে আমি

কাকতাড়ুয়ার মতো নিজের উপার্জনের বাইরের

পোশাক আশাক গায়ে দিয়ে

এমন এক ক্ষেত পাহারা দিচ্ছি-

যার একটি দানাও আমার পেটে ঢুকবে না

বঞ্চিত হবে পাখিরাও

আর আমি পাহারাদারের সুনাম নিয়ে বায়োডাটা লিখবো

আরো বড় কোন চাকরির আশায়

এবং ভারি ইউনিফর্মের তলে ডুবে যাওয়া আমাকে নিয়ে

হবে মে দিবসের মিছিল

 

এই তাহলে আমি-

মিছিলের পরের বিরিয়ানীর প্লেট

 

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>