Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla kobita by kobi parisa islam

ইরাবতী সাহিত্য: একগুচ্ছ কবিতা । পারিসা ইসলাম খান

Reading Time: 3 minutes
 
 
 
 
 
 
 
 
গৃহগল্প
 
মানুষেরা ঘর বাঁধে
হয়তো স্থিতি ভালোবেসে।
দরকারে উষ্ণতা, অদরকারে সঙ্গ,
বা নিছকই ছাদের লোভে
চিরকাল বাতি জ্বলে পাড়ায় পাড়ায়।
ভাতের থালার সুখ, গৃহী চেহারায়
আয়ু ফুরানোর গল্প ম্লান করে দেয়।
অথবা আঙ্গিনা যদি ঠিক শিখে নেয়,
শস্য, সখা, সহন কৌশল,
মানুষেরা দিব্যি বাঁচে
ঘর কি, সেটাই না জেনে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
স্বগতোক্তি
 
তোমাকে ছুঁইনি কখনো।
কিন্তু আমি ঠিকঠিক জানি,
আমার শব্দমালা নিশ্চিত তোমায় ছোঁবে।
নরম রোদের এই হিমেল সকালে
দলবেঁধে তারা নির্বিঘ্নে পৌঁছে যাবে
তোমার ভেতর দালানে।
ইট পাথরের জঞ্জাল সরিয়ে,
বিছিয়ে দেবে শান্তির মাদুর।
চোখ মোছানোর মতো,
যত্ন করে মুছে দেবে পোড় খাওয়া
ক্লান্তির রেখে যাওয়া দাগ।
স্পর্শহীন, স্পর্শকাতরতায়
লীন হতে হতে, তুমি টিকে যাবে…
আবার এমন কোন
হিম হিম সকালের লোভে।
 
 
 
 
 
 
 
সুরঞ্জনাকে
 
 
অযথা প্রপঞ্চে মেতে
 
কি লাভ হবে বলো সুরঞ্জনা?
কোন এক সোনাঝরা
 
মিহি রোদের সকালে,
জানালার পর্দায় হাত রেখে
 
দাঁড়াতেই বুঝে যাবে –
আদতেই ভালোবেসেছিলে।
আজকের ভ্রুকুটি টুকু
 
সেদিনের জন্য তুলে রেখো।
 
 
 
 
 
আমার সকল খেদ, ক্ষোভ, ক্ষুধা
 
তোমার চিবুকে এসে ম্লান হয়ে যায়।
 
না বোঝার মতো করে না বললেও,
 
এ সত্য কখনো বোঝনি।
 
যতবার ডেকে গেছি নাম ধরে, সুরঞ্জনা…
 
প্রতিবার না তাকিয়ে হেটে চলে গেছো।
 
বারবার ফিরে এসে কেন তবে দিয়ে যাও
 
অসফল বিদায়ের বিষ।
 
 
সুরঞ্জনা,
 
অতো বড় মহীরুহ নাই হতে,
 
ছিটেফোঁটা বুনোফুল হতে,
 
যত্নের অভাব হতো না এই ঘরে।
 
আজন্ম মায়ার চাল, মাথার উপরে।
 
সমুদ্র নেই আমার, হবেও না,
 
আছে শুধু ময়ূরাক্ষী নদী।
 
বেশি কিছু চাওয়ার নেই
 
তুমি আমার তুমুলতম প্রেম হতে যদি।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আমি কোথাও যাচ্ছি না
 
একদিন বাক্স-পেটরা গুছিয়ে চলে যাবো,
সাথে করে নিয়ে যাবো অভিমানী সমস্ত স্মৃতি,
বাতায়নে বসে, অবসরে খুলে দেখবো সেগুলো,
আবার ঢেকে রেখে, ভুলে যাবো দিন যাপনের তাড়নায়…
এসব আমাকে দিয়ে হবে না।
 
আমি কোথাও যাচ্ছি না।
 
আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, এভাবেই।
শক্ত চোয়াল আর সুতীক্ষ্ণ চিবুক জুড়ে অসমর্থন নিয়ে।
গোয়াড়ের মতো চোখে চোখ রেখে, এভাবেই…
আমাকে বোঝার যার প্রয়োজন সে জানবে অতলের তল।
যার শুধু সংজ্ঞার সংশয়, বিন্যাসে বিভ্রম, বিশেষণের তাড়া,
সে জানুক, আমি তাই, যা সে ভাবে, যেভাবে সে দেখে।
এ বিশ্বচরাচরের বোঝা না বোঝার দায় নিচ্ছি না।
 
আমি কোথাও যাচ্ছি না।
 
একদিন সবাইকে ক্ষমা করে দিয়ে, সব মায়া ভুলে,
নিজের অস্তিত্ব ফেলে, অচেনা মানুষ হয়ে চলে যাবো।
পৃথিবীর সব দাবী নিজ গুণে ছেড়ে যাবো, সহাস্যে।
মরার আগেই আরো বহুবার, বহুভাবে মরে যাবো।
এসব আমাকে দিয়ে হবে না।
 
আমি কোথাও যাচ্ছি না।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
খেরোখাতা
 
 
তোমাদের অহেতুক জীবনচর্চায়
আজকাল কেন জানি, উৎসাহ জাগে –
আবিল আনন্দ বা কপট সোহাগে,
নির্বোধের মতো খুব ভাসতে সাধ হয়।
অথবা জলাঞ্জলি দিয়ে সব জটিল সংশয়,
সহজেই হতে চাই জীবনবিলাসী।
মনেতে দ্বিধার ঝড় –
মুখে তবু বলি “ভালোবাসি”।
 
 
 
 
 
সুলভ বাজার দরে, অমূল্য কষ্টগুলো
কিছুতেই বিকোবে না জেনে,
পরম যত্ন ভরে, তুলে রাখি হৃদয়-সিন্দুকে।
ভুলে থাকি মেঘদল, জলরাশি, অশ্রু-বিন্দুকে।
ভুলে থাকি হিসেবের খেরোখাতা, সাদা পাতা,
কতটুকু বিনিময়, কতটুকু ফেরত পেয়েছি,
সুপ্রিয় মিথ্যের মত, সহজ সত্য এসে বলে দিয়ে যায়।
বাতিঘর হতে চেয়ে, শেষমেশ প্রদীপ হয়েছি।
 
 
সমূহ নিষ্ঠুরতা সহসাই ম্লান করে যাপিত জীবন।
বালিশের নোনা দাগে লেপ্টে থাকা কষ্ট কমে এলে,
টিকে যাওয়ার গল্প লিখে, যূথচারী অসম সময়।
 
তারপর, বহুদিন পর, বাক্সবন্দী দৈনন্দিনে অবসর মেলে,
রুপোলি ঝরনা থেকে ঝরে পড়ে হিমহিম মিহিদানা জল,
স্নানঘরে ভিজে চলে, মানব শরীর আর বিহঙ্গ হৃদয়।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 thoughts on “ইরাবতী সাহিত্য: একগুচ্ছ কবিতা । পারিসা ইসলাম খান

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>