পাতা খসার দিন
খসে পড়ছে পাতা
ঝরে যাচ্ছে জীবন
পৃথিবীর রঙীন ক্যানভাস থেকে
একে একে মুছে যাচ্ছে রঙ।
সত্য প্রভু, এসব তো মোহ আর ভ্রম
তবু এই মায়া নেশার জগতে
আরেকটু শ্বাসবায়ু সকলের প্রত্যাশা চিরদিন।
একটু বেশি থেকে যাওয়া
যন্ত্রণা মাখানো সুখ চেখে চেখে
যে যার নির্দিষ্ট রূপে অভিনয়
যতক্ষণ স্টেজে থাকা যায়।
হে মহান পরিচালক
কার কবে শেষ রাত্রি
জন্মের শোধ অভিনয়
আমরা কেউ নিজেও জানি না।
নেই হয়ে যাওয়া
মুহূর্তে নেই হয়ে যাওয়া
কত প্রাণ
মহামারী গণ বিপর্যয়ে
শরীরে নিহিত শক্তি
কোথায় বিলীন!
ভবিষ্যত পঞ্চভূতে
নিমেষে অতীত।
#
নেই হওয়া সম্মিলিত হাওয়া
রেগে যায়, ফুঁসে ওঠে-
কেন তারা নেই আর
আনন্দের কর্মযজ্ঞে!
ছেড়ে যাওয়া হাওয়াগুলি কাঁদে।
#
পৃথিবীতে ঘূর্ণিঝড় বয়।
বৃষ্টি ও তুষারপাত।
পদার্থ বিদ্যার
শক্তি রূপান্তর ধর্ম মেনে।
চেনাজানা প্রাণবায়ু, শ্বাস,
অচেনা অনেক প্রাণ,শ্বাস
মিলেমিশে আকাশে বাতাসে।
#
আমরা তাদের আর চিনতে পারি না।
দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত পাড়ায় একান্নবর্তী পরিবারে জন্ম ও বড় হয়ে ওঠা। বিজ্ঞানের ছাত্রী হলেও সাহিত্যে আগ্রহ অতি অল্প বয়স থেকে।দায়িত্বপূর্ণ পদে চাকরি। নয়ের দশকের দ্বিতীয়ার্ধ থেকে কবিতাকে পাকাপাকি ভাবে আপন করে নেওয়া। তৃতীয় কাব্যগ্রন্থ “এক-দুপুর ভ্রমণ ” এর জন্য কৃত্তিবাস পুরস্কার প্রাপ্তি। কবিতার পাশাপাশি গল্প ও মুক্ত গদ্যও প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠিত পত্র পত্রিকায়। এই বছর প্রকাশিত হয়েছে প্রথম গল্প সংকলন।