ইরাবতী সাহিত্য: সুবীর সরকারের তিনটি কবিতা
ছায়া
নদীর ছায়া থেকে সরে আসছি বিকেলের দিকে
মানুষের চোখে মুখে যে চারণভূমি থাকে
তার ভূগোল আটকে যায় বনবাদাড়ের কাছে
এসে
সারারাত দেখি গোল চাকার গাড়ি।
গ্লাস উলটে যায়।ছায়াতেই শিবির পাতি
আমরা
যুদ্ধ
গেরিলাযুদ্ধের পর স্তবগান।
ভেসে যাই পুকুরের নীল জলে
কান্না কি প্রখরভাবে অতলান্ত!
একা হয়ে যেতে হয়।
ধর্মঘটের শহরে হ্যাট পড়া নায়ক ঘুরে
বেড়ান
পড়ে থাকে বেড়াল, ঢেকিঘর
ও
পালাগান
পথ
পথ ফুরোয় না,পথ গিয়ে মেশে প্রান্তিক স্টেশনে
তাড়া করছে ঘোলা জল।
তাড়া করছে এপ্রন পরা নার্স।
দুই পুকুরের মাঝখানে কুলগাছ।
বৃষ্টি ভেজা হাটে বিক্রি হয়ে যায় আমাদের
সাবেকি লন্ঠন