Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bengali kobita

ভাসাবো দোঁহারে: তিনটি প্রেমের কবিতা । পাপড়ি গঙ্গোপাধ্যায়

Reading Time: < 1 minute
 
আবার এসেছে ফিরে প্রেম
প্রতি রোমে জাগে শিহরণ
দ্বিধা জাফরিতে কারুকাজ
আবার প্রলয়ভীত মন।
#
চাওয়ার ব্যথায় ভারি মেঘ
ঘনাবে বারিষ ঘন দিন
নদীটিও ভাসিয়ে দুকূল
ভুলে যাবে কার কাছে ঋণ ।
#
এ সময় বসন্ত অধীন
পলাশ শিমূল সমারোহ
কেন তুমি ঋতু ভুল পথে
এনেছ শ্রাবণ দিন গাঢ়!
#
উজাড় করার ছলে দাবি
দেহ আত্মার বিকিকিনি
এ জীবন প্রেম মহোত্সব
একই সঙ্গে রাণী, ভিখারিনী ।
 
 
 
 
একটি দিন
 
চোখের ওপরে চোখ রাখি, তবু আরও
রূপ শুষে নিতে ঠোঁটের কমলা কোয়া
চ্যাটালো ছড়ানো বুকে আগ্রাসী মুখ।
আহা, দুরন্ত তোমার হাঁটার ভঙ্গী-
ওই উরুতেই জীবন রাখছি বাজি।
#
তুমি ডাকলেই সব দিতে আজ রাজি
নাই বা করলে আজীবন স্থায়ী সঙ্গী
শুধু একবার চাই স্পর্শের সুখ।
যা কিছু আমার যায় যদি যাক খোয়া
সে পথেই হোক প্রেমের প্রদাহ গাঢ়।
 
 
 
 
 
 
সমর্পণ
শিউলি, কদম,জুঁই মেশানো গন্ধ
বৃষ্টির ধারাস্নানের মধ্যে হোলির আলিঙ্গন
কুহুর সঙ্গতে কেকার পেখম-
সবকিছু দুহাতে পথের পাশে
অকৃপণ ছড়াতে ছড়াতে চলেছে
এক ঝাঁক পরী, নাকি প্রজাপতি?
#
ওদের একদিকে রামধনু
অন্যদিকে জ্যোৎস্না।
ওরা চেনে না জেব্রা ক্রশিং
বোঝে না সিগন্যালের অর্থ।
#
সমস্ত বিশ্ব আজ ওদের
পায়ের কাছে হাঁটু মুড়ে বসে
বলছে, গ্রহণ করো।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>