আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
একদিন
আমাদের চোখে
টাঙানো আকাশ থেকে
খসে যাবে শ্রাবনের স্মৃতি।
শুধু কিছু বিড়ম্বিত ইরোটিক প্রেম
রাতভোর উঁকি দেবে আবাসিক বিরোধের মতো।
কোথাও শহর জুড়ে আগুনের অসংযমী ক্ষত,
কোথাও অবিশ্বাস দুর্বল, নম্র মোলায়েম।
জ্বলে উঠবে অলস মোমবাতি
পথের দুধারে, এঁকেবেঁকে।
অন্ধকার শোকে
উদাসীন।