| 12 নভেম্বর 2024
Categories
বিনোদন

ব্যবসা সফল ভিঞ্চি

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

ভিঞ্চিদা’র গল্প মনে ধরেছে দর্শকদের, যার অন্যতম প্রমাণ হল বক্স অফিস রিপোর্ট।


২২ শ্রাবণ, চতুস্কোণ-এর মাধ্যমে এর আগে টলিউডে রোমাঞ্চ তৈরি করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাংলা ছবিতে সিরিয়াল কিলিং-এর গল্প সাজিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন। সম্প্রতি, মুক্তি প্রাপ্ত ‘ভিঞ্চি দা’ ছবিতে ফের একবার সেই সিরিয়াল কিলারের গল্পকেই নতুন আঙ্গিকে দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়। যে গল্পকে এককথায় রোমহর্ষক বলারই পক্ষপাতী সেই সমস্ত সিনেমাপ্রেমীরা যাঁরা ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন।

‘ভিঞ্চিদা’র গল্প মনে ধরেছে দর্শকদের, যার অন্যতম প্রমাণ হল বক্স অফিস রিপোর্ট। সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চিদা’ বক্স অফিসে টক্কর দিচ্ছে অন্যান্য সমস্ত বাংলা ছবিকেই। মুক্তির প্রথম সপ্তাহেই এই ছবিটির বক্স অফিস কালেকশন ছিল ৩৬ লক্ষ, ৩৫ হাজার, ৮২৮ টাকা। যা চূ্র্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’-এর মতো ছবির বক্স অফিস কালেকশনকেও ছাপিয়ে যায়। তারিখ ছবিটির প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন ছিল ৪ লক্ষ, ২৯ হাজার, ৭৯৫ টাকা। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চিদা’-র বক্স অফিস কালেকশন হল ২ কোটি টাকা। এবছরের এপ্রিলে এই ছবিকে ‘বিগেস্ট হিট’ বলেই দাবি করছেন পরিচালক।

ছবিটি দেখার পর অনেকেই ‘ভিঞ্চিদা’র প্রশংসা করে টুইট করেছেন। সেই টুইটগুলি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়। প্রসঙ্গত বক্স অফিস কালেকশনে ভিঞ্চিদার পরেই রয়েছে ভবিষ্যতের ভূত, মুখার্জিদার বউ ও নগরকীর্তন ছবিটি।

ছবিতে দেখা গেছে, সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চিদা’ একজন প্রস্থেটিক মেকআপ আর্টিস্টের গল্প। যিনি একজন অসাধারণ শিল্পী হওয়া সত্ত্বেও বাংলা ছবিতে কাজ করার সুযোগ পাননি। নাটকের দল ও বিয়েবাড়ির মেকআপ করতে করতে তিনি হতাশ। এই শিল্পী স্বপ্ন দেখেন তিনিও ইতালির লিওনার্দো দা ভিঞ্চির মতোই মোনালিসাকে তৈরি করবেন। তবে ছবি নয়, তৈরি হবে মোনালিসার প্রস্থেটিক মেকআপ। এরই মাঝে আদি বোস ‘ভিঞ্চিদা’কে ফিল্মের জন্য প্রস্থেটিক মেকআপ বানানোর প্রস্তাব দেন। খুশি মনে সেই প্রস্তাব গ্রহণ করে অপরাধের ফাঁদে পা দেন শিল্পী। তবে তারপর গল্প কোন পথে এগোবে, তা জানতে হলে অবশ্যই রহস্য রোমাঞ্চে ভরা এই ‘ভিঞ্চিদা’ ছবিটি দেখতেই হয়।

অনুপম রায়ের সুরে নোবেলের গানঃ

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত