| 29 মার্চ 2024
Categories
খবরিয়া

নতুন ত্রাসে কাঁপছে রাশিয়া নেই ভ্যাকসিন

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

এক দিকে অতিমারী করোনাভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। তারই মাঝে আবার নতুন ত্রাস রাশিয়ায়। সূত্রের খবর, সম্প্রতি সাইবেরিয়ার একটি বিস্তৃত অঞ্চল জুড়ে ছেয়ে গিয়েছে রক্তচোষা এঁটুলি পোকা। করোনার ত্রাসের মাঝেই এই ভয়ংকর এঁটুলির দাপটে তীব্র ভয় রাশিয়ার মানুষজনের মধ্যে।

তবে ভয়ের সব থেকে বেশি কারণ হল এই রক্তচোষা এঁটুলি পোকার কামড়ে মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ওষুধ বা ভ্যাকসিন কিছুই নেই। যদিও সূত্রের খবর, এই এঁটুলি পোকার আক্রমণ প্রথম নয়। এর আগে বহু বার একই কাণ্ড ঘটেছে রাশিয়ায়। তবে চোখ কপালে ওঠার মতো বিষয় হল, যত বারই এই পোকার আক্রমণ হয়, তত বারই ব্যাপক হারে মানুষ মারা যান।


ei samay

২০১৫ সালে এই পোকার আক্রমণে দেড় লক্ষ মানুষ মারা গিয়েছেন।


সূত্র মারফত জানা গিয়েছে যে, এই এঁটুলি পোকার আক্রমণে এনসেফেলাইটিসের মতো একপ্রকার রোগ হয় রাশিয়ায়। এর জেরে গত ২০১৫ সালে প্রায় দেড় লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সংবাদমাধ্যম ডেইলি মেল-এর রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ভয়ংকর এই পোকার সাইবেরিয়ার কাছেই ক্রাসনয়ের্স্ক এলাকায় আক্রমণে কমপক্ষে ৮ হাজার ২১৫ জন মানুষ গুরুতর অসুস্থ। সেই তালিকায় রয়েছে ২ হাজার ১২৫ শিশুও।

ei samay

উদ্বেগের আরও বড় কারণ হল, এখনও অবধি কোনও ভ্যাকসিন আবিস্কৃত হয়নি।


একে তো রাশিয়ায় বহু মানুষ এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর একদিকে রক্তচোষ্টা এঁটুলির কামড়ে এনসেফেলাইটিসে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এই পোকার কামড়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষের মস্তিষ্ক।


ei samay

যত বারই এই পোকার আক্রমণ হয়, তত বারই ব্যাপক হারে মানুষ মারা যান।


রাশিয়ার আর এক এলাকা স্ভেয়ার্ডলস্কে এই পোকার কামড়ে অসুস্থ প্রায় ১৭ হাজার ২৪২ মানুষ। যার মধ্যে শিশুই রয়েছে ৪ হাজার ৩৩৪ জন। এই ধরনের পোকা আদতে ঘাসের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। কোনও একজন মানুষকে পেলেই এক্কেবারে ছেঁকে ধরে বিষাক্ত এই পোকা। বিশেষজ্ঞদের মতামত, অল্প শীতেই এঁটুলিরা ব্যাপক ভাবে ছড়িয়ে গিয়ে প্রভাব বিস্তার করতে শুরু করে। এই মুহূর্তে রাশিয়ায় সেই ভাবে ঠান্ডাও নেই।

ছবি সৌজন্যে: ডেইলি মেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত