বোধন
বৃত্তের উপরে বৃত্ত তার উপরে আরো
স্বপ্নের ভিতর দুয়েকটা সূচীমুখ
ফালাফালা করে হাড় মাস মজ্জা মেধা..
মুখের রেখায় বিস্তর আঁকিবুঁকি , বৃত্তগুলি
বেঁকে যায়, চোখের জায়গায় স্তন
মণির জায়গায় বৃন্ত.. তুমি চোখের দিকে তাকাও আমার দমবন্ধ হয়ে আসে
নাকে হাত উঠে আসে …. শরীরী বিভঙ্গ বদলে যায়.. এলোমেলো রাতে শুধু অন্ধকার..
আমি কুয়াশার মধ্যে দিয়ে হাঁটি….
মৃত্যুর মধ্যে প্রবেশ করি অন্য বৃত্তে.. তুমি ডাকো, ফেরাও আমার পথ..
এবার বোধন হোক।
SANDEEP BISWAS says:
অরুণিমা চৌধুরীর বই কিনতে চাই। কোথায় পাবো?