আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আমি চাই বুক ডেটিং
আমি পড়বো
তুমি শুনবে
কিংবা
তুমি পড়বে
আমি শুনবো
কিংবা
দুজনেই
চুপচাপ উল্টে যাবো
বইয়ের পাতা
আনমনে
তুমি আর আমি
মুখোমুখি
কিংবা পাশাপাশি
হাতে বই
বইয়ের পৃষ্ঠায়
মুখ ডুবিয়ে
নাক ডুবিয়ে
তুমি আর আমি আর বই
আমি চাই বুক ডেটিং
আমাদের প্রেম
বইয়ের তাকে
বইয়ের পৃষ্ঠায়
পাঠকের সমাবেশে
আমি চাই
বুক ডেটিং
একটা বই তাক থেকে
একটা বই টেবিল থেকে
একটা বই তোমার হাতে
তুলে দিবো একটা বই
তোমার কোলে
বইয়ের ঘ্রাণ
তোমার ঘ্রান
একাকার
মাঝে শুধু
হালকা সুর
বিসমিল্লাহ খাঁ
কিংবা বাখ বেটোভেন
বেজে ওঠবে
থাকবে একটু
চায়ের চুমুক
আমি চাই
বুক ডেটিং
বইয়ের পাতায়
আঙুল ছুঁয়ে
তোমাকে ছুঁয়ে
আমি চাই বুক ডেটিং
তুমি আমি আর বই মিলে
একটা অসাধারণ প্রেম কাহিনী।
জন্ম ২৭ মার্চ, ময়মনসিংহ। এমফিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পেশা লেখালেখি।